রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভাতা বঞ্চিত মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের উদ্যোগে ভাতা চালুর দাবিতে পৌর শহরে বিক্ষোভের আয়োজন করা হয়।
গত রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার বঞ্চিত মুক্তিযোদ্ধা শহীদ পরিবার ও বীরঙ্গনা ঐক্য পরিষদের বিক্ষোভ র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবীরকে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাতাবঞ্চিত মুক্তিযোদ্ধা চিওরঞ্জন, মৃত তসলিম উদ্দীনের স্ত্রী বীরঙ্গনা মাজেদার কন্যা পুস্পতারা, শহীদ পরিবারে করিমুল হক, ভাতা বঞ্চিত মুক্তিযোদ্ধা চিওরঞ্জনের পুত্র পলক মন্ডল, শহীদ পরিবারের আনোয়ারা, সাবেক ইউপি সদস্য সালেহা বেগম ও জালাল উদ্দীন। উল্লেখ্য থাকে যে গেজেটধারী একাধিক মুক্তিযোদ্ধাকে ভাতা থেকে বঞ্চিত করা হয়েছে। মর্মে ভাতার দাবিতে তারা শহরে বিক্ষোভ করেছে। বিক্ষোভে শ্লোগান ছিল ভাতা ভোগী বঞ্চিত বীরঙ্গনা ও শহীদ পরিবারের সদস্যদের অনতিবিলম্বে ভাতা চালু করতে হবে। তারা বলেন, কিছু অসাধুব্যক্তি ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দায়ের করলে ভাতা বন্ধ হয়ে যায়। ভুক্তভোগীরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।