রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে ৩৫ বছর বয়সী ব্যাগ ব্যবসায়ী তিন সন্তানের জনক দেলোয়ার হোসেন গতকাল সোমবার ভোর আনুমানিক ৪টায় মৃত্যুবরণ করেন।
নিহতের স্ত্রী জানান, রাতে তারা স্বামী-স্ত্রী বারান্দার কক্ষে ঘুমিয়ে ছিলেন, ভোররাতে দেলোয়ারের চিৎকার শুনে পাশের কক্ষে গিয়ে দেখেন সে রক্তাক্ত অবস্থায় ছটপট করছে। এমতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহতের স্ত্রী আল্পনা ও তার ছোটভাই মনির জানান, ব্যবসায়িক হতাশা থেকে সে আত্মহত্যা করেছে। এলাকাবাসী ও নিহতের পিতা জানান তার ব্যবসায়িক হতাশা থাকলে জানা যেতো। গত কয়েকমাস আগে ১৪ লাখ টাকায় জায়গা খরিদ করেছে।
কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।