পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন দৃঢ় করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বত্বঃস্ফ‚র্ত অংশগ্রহণে ৬ অক্টোবর বিশ^বিদ্যালয়ের ব্যাঙ্কুয়েট হলে এক ‘ছাত্র-শিক্ষক’ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম। বিশ^বিদ্যালয়ের এলাইড হেলথ সায়েন্সেস অনুষদের ডীন ও ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. আহমেদ ইসমাইল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান রাজু, ফার্মেসী বিভাগের উপদেষ্টা ড. এস এম আবদুর রহমান, এডজাঙ্কট ফ্যাকাল্টি আরশাদুল আলম, সিনিয়র লেকচারার শরিফা সুলতানা এবং সিনিয়র লেকচারার ফারহানা ইশরাত জাহান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম বলেন, দেশে এবং বিদেশে স্বাস্থ্য খাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের পাস করা গ্র্যাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান আয়োজন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়তা ও সম্পর্কের সেতুবন্ধনকে আরো দূঢ় করবে যা একটি শক্তিশালী ডিআইইউ কমিউনিটি গড়ে তুলবে। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।