রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শেরপুরের নালিতাবাড়িতে বাল্যবিয়ে করতে আসার আপরাধে মোশারফ হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে উপজেলার আয়নাতলী গ্রামে এ ঘটনা ঘটে। মোশারফ হোসেন এক ছেলে ও এক মেয়ের জনক।
সূত্র জানায়, নালিতাবাড়ি উপজেলার পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার ধরাবুন্নি গ্রামের দুই সন্তানের জনক মোশারফ হোসেনের স্ত্রী চলে যাওয়ায় সে আপন চাচাতো বোনকে বিয়ের সিদ্ধান্ত নেয়। পারিবারিকভাবে নেয়া ওই সিদ্ধান্ত অনুযায়ী কিশোরী (১৩) পাত্রীকে ঢাকা তার মায়ের কাছ থেকে নালিতাবাড়ি উপজেলার আয়নাতলী গ্রামে নানার বাড়ি আনা হয়। গত শনিবার পিতৃহীন কিশোরীর বিয়ের যাবতীয় আয়োজন প্রায় শেষ। এমতাবস্থায় রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পুলিশের লোকজন। পরে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর মোশারফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।