বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব ডেস্ক :গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৭ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছেন দুই পুলিশ সদস্য এবং গাজীপুরের ছায়াবিথী এলাকায় দুই জন নিহত হয়েছে। অপরদিকে টাঙ্গাইলের নিহত হয়েছে ২ জন।
আজ শনিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের (গাথিক) ২৮ নম্বর ওয়ার্ডের পাতারটেকের ওই বাড়িতে এ অভিযান চালানো হয়।
বিকেলে ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এসময় তিনি সাংবাদিকদের বলেন, অভিযান শেষে দ্বিতীয় তলায় সাত জনের লাশ পাওয়া গেছে।
তিনি বলেন, তামিম চৌধুরী নিহত হওয়ার পর আকাশই নেতৃত্ব দিয়ে নব্য জেএমবিকে সংঘবদ্ধ করার চেষ্টা করেছিল। ওই বাড়িতে আকাশসহ তার সহযোগীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযানের শুরুতে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তাতে সাড়া না দিয়ে জঙ্গিরা উল্টো পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষায় গুলি চালায়। পরে ভবনের দ্বিতীয় তলায় সাত জঙ্গির লাশ পাওয়া যায়।
এর আগে সকালে গাজীপুরের ছায়াবিথী এলাকায় অভিযানে দুই জঙ্গি ও টাঙ্গাইলের নিহত হয় আরও দুই জঙ্গি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।