Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানুষ হত্যা করে জঙ্গিরা জাহান্নামে যাবে : নৌ-মন্ত্রী শাজাহান খান

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : জঙ্গিরা মনে করে, মানুষ হত্যা করে তারা জান্নাতে যাবে। কখনই জান্নাতে নয় বরং তারা জাহান্নামে যাবে।

আজ শনিবার সকালে মাদারীপুর কুলপদ্বী শশ্মানঘাট দুর্গা মন্দির পরিদর্শন গিয়ে প্রধান অতিথির বক্তব্যের নৌ-মন্ত্রী শাজাহান খান এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেবী দুর্গা যেভাবে অসুরকে বধ করেছেন তেমনি জঙ্গিদের ধরে ধরে বধ করে তাদের কার্যকলাপ ধ্বংস করা হবে।

নৌ-মন্ত্রী বলেন, কে বলে জঙ্গিরা ধর্মের পক্ষে? কে বলে তারা ইসলামের? যারা রজমান মাসে মানুষ হত্যা করতে পারে তারা কখনই মুসলমান হতে পারে না। এই জঙ্গিরা যখন মাথা নাড়া দিয়ে উঠেছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধ্বংস করেছিল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনছার উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রাণতোষ মণ্ডলসহ অন্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ