Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শঙ্খ নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুই মাদ্রসাছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালির মাঝে বয়ে যাওয়া শঙ্খ নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুই মাদ্রসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবি’র তিন দিনের মাথায় আজ শনিবার সকালে লাশ দু’টি উদ্ধার করা হয়।

তারা হলো- আনোয়ারার জুঁইদণ্ডি গ্রামের মো. সিরাজের মেয়ে ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া (১২) এবং একই এলাকার মো. মোস্তফার মেয়ে ও ৭ম শ্রেণির ছাত্রী হনুফা আক্তার (১৩)। তারা দুজনই বাঁশখালীর খানখানাবাদের রায়ছটা গ্রামের যাতানূরাইন মাদ্রাসার ছাত্রী ছিল।

উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬ অক্টোবর সকালে দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল শঙ্খ নদীতে প্রতিদিন তল্লাশি চালিয়ে আসছিল। আজ শনিবার সকাল থেকে তল্লাশি শুরুর পর ঘটনাস্থল থেকে ৩ কি. মি. দুরে সকাল ৭টার দিকে প্রথমে জান্নাতুল মাওয়ার লাশ উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয় হনুফা আক্তারের লাশ।

উল্লেখ্য, ৬ অক্টোবর আনোয়ারা জুঁইদণ্ডি গ্রাম থেকে শঙ্খ নদীর অপর পাড় বাঁশখালি উপজেলার খানখানাবাদ গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় ১৯ জন ছাত্রছাত্রী বহনকারী নৌকাটি নদীর মাঝ বরাবর এলাকায় ডুবে যায়। এতে ১৭ জনকে উদ্ধার করা হলেও উল্লিখিত দুই ছাত্রী নিখোঁজ ছিল।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, নৌকাডুবির প্রায় ৪৮ ঘণ্টা পর দুই ছাত্রীর লাশ উদ্ধার করে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যেহেতু কোন মামলা বা অভিযোগ দায়ের হয়নি তাই প্রশাসনের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ