Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযানে ২জন নিহতের খবর; অভিযান চলছে

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের সদর উপজেলার হারিনাল এলাকার পশ্চিমপাড়া লেবুরটেক ও পাতারটেক এলাকার দুটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে র‌্যাব ও পুলিশের যৌথবাহিনী। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান গণমাধ্যমকে জানান, আজ শনিবার ভোররাত থেকে পশ্চিমপাড়ায় আতাউর রহমানের বাড়িতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট অভিযান চালাচ্ছে। এই ঘটনায় পশ্চিমপাড়া লেবুরটেক এলাকার বাড়িটি থেকে ২জনকে হত্যার খবর পাওয়া গেছে। এছাড়া, পাতারটেক এলাকার বাড়িটি থেকে এখনও কাউকে আটক বা হত্যার খবর জানা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছেন, বাড়িটির ভেতরে একটি ঘরের দরজা বন্ধ। সেটা খুলতে পারেননি এখনও। পরে সোয়াট সদস্যদের ডাকা হয়েছে। স্থানীয়রা জানান, ঘেরাও করে রাখা ওই বাড়িটির মালিক আতাউর রহমান নামে এক ব্যবসায়ী। গত ৩ মাস আগে বাড়িটিতে ৪ জন ছাত্র নতুন ভাড়াটিয়া হিসেবে ওঠে। এখন কোন এক ভাড়াটিয়ার ঘরকে কেন্দ্র করে বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডারসহ কয়েকজন ওই বাড়িতে রয়েছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। নব্য জেএমবির ঢাকা বিভাগীয় ওই কমান্ডারের সাংগঠনিক নাম আকাশ বলে জানান তিনি। গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন বলেন, হারিনাল পাতারটেক এলাকায় ওসমান আলী নামের এক ব্যক্তির দ্বিতীয় তলার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ