Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাল টাকাসহ গ্রেফতার

টঙ্গী সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

টঙ্গী পশ্চিম থানা পুলিশ শুক্রবার রাতে জাল টাকাসহ ব্যবসায়ী আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে টঙ্গীর খাঁপাড়া রোডের মায়ের ইলেকট্রিক দোকানের সামনে। এসময় পুলিশ তার কাছ থেকে ১৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে। জাল টাকাগুলোর মধ্যে ১ হাজার ও ৫শ’ টাকার নোট রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে জাল টাকা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের এসআই সাব্বির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে টঙ্গীর আউচপাড়া খাঁপাড়া রোডের মায়ের দোয়া ইলেকট্রিক দোকানের সামনে থেকে আব্দুল মান্নানকে জাল টাকাসহ গ্রেফতার করি। গ্রেফতারকৃত আব্দুল মান্নানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাজীপুর আদালতের জেলহাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ