Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেলওয়ের বেহাত জমি উদ্ধার অভিযান

দুবৃত্তদের আগুন: আটক ১

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩৪ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কে বাংলাদেশ রেলওয়ের বেহাত জমি পুন:উদ্ধার অভিযান পরিচালনাকালে একটি এক্সেভেটরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানান যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে ভানুগাছ সড়কে উত্তর পাশের রেলের বেহাত হওয়া ভুমি উদ্ধারে এক্সেভেটর নিয়ে যায় রেল বিভাগ ও স্থানীয় উপজেলা প্রশাসন।
রেলগেট পয়েন্টে আসা মাত্র কয়েকজন দুর্বৃত্ত এক্সিভেটরের কেবিনে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে এসে এক্সেভেটরের আগুন নেভায়। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের সহকারী এস্টেট অফিসার আতিকিুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল রেলের প্রায় ২৮৭ একর জায়গা উদ্ধার অভিযানের প্রস্তুতিকালে দুবৃত্তরা তাদের এক্সেভেটরে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা এ জমি নিয়ে হাইকোর্টের রিট আছে জানালে কাগজপত্র দেখার জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ