Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় ইউনিয়ন পরিষদ ভবন থেকে অস্ত্রসহ গ্রেফতার ৩

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ২:০২ পিএম

খুলনার দিঘলিয়া উপজেলার ১নং গাজীরহাট ইউনিয়ন পরিষদ ভবনের ভিতর থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে এঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হল- দিঘলিয়ার গাজীরহাট এলাকার মোঃ বুলু (৪২), মোঃ খবির (৩৮) ও মোঃ সাদ্দাম হোসেন (৩৭)।
দিঘলিয়া থানার ওসি মো. আহসান উল্লাহ জানান, আজ বৃহস্পতিবার সকালে দিঘলিয়া উপজেলাধীন ১নং গাজীরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ২য় তলায় অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি, একটি ছোঁড়া ও ১০/১২ খান লাঠিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। দিঘলিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, আগামী ২০ সেপ্টেম্বর এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনার বিষয়ে একাধিক অভিযোগ থানায় রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ