Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় উত্থানে পুঁজিবাজার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে একদিন দরপতনের পর আবার উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। দিনভর সূচক ওঠানামা শেষে সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৪৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। এদিন আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩টি কোম্পানির মধ্যে ১৯টির দাম বেড়েছে, কমেছে একটির আর অপরিবর্তিত রয়েছে ৩টির।

ডিএসইর তথ্যমতে, গতকাল বাজারে মোট ৩৭৬টি প্রতিষ্ঠানের ৪৭ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৭৪৭টি শেয়ার হাত বদল হয়েছে। এর মধ্যে ১৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৬ দশমিক চার পয়েন্ট বেড়ে সাত হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৫৬ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬৪৯ পয়েন্টে অবস্থান করছে। তাতে ডিএসইতে মোট লেনদেন হয়েছে দুই হাজার ১০৪ কোটি ৭২ লাখ ৯১ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল দুই হাজার ৯৭ কোটি ৪০ লাখ নয় হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড, তৃতীয় স্থানে ছিল বেক্সিমকো ফার্মার শেয়ার। এরপর যথাক্রমে ছিল আইপিডিসি, ইসলামিক ফাইন্যান্স, সাইফ পাওয়ার, ডেল্টা লাইফ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড, লাফার্জহোলসিম এবং স্কয়ার ফার্মা লিমিটেড। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৩ পয়েন্ট কমে ২১ হাজার ১৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৬টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৫৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৭২ কোটি ৬০ লাখ ৩৪ হাজার ৬১৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬০ কোটি ২৪ লাখ ১৪ হাজার ৩৯৪ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বড় উত্থান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ