Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএমএফের উদ্বেগ উন্নত অর্থনীতিতে মধ্যমেয়াদি ঝুঁকি রয়েছে

প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : ২০০৮ সালের আর্থিক মন্দার পর গত আট বছরে বিশ্বজুড়ে মন্দা ও বকেয়া ঋণের চাপ আশঙ্কাজনক হারে বেড়েছে। একই সঙ্গে বাড়ছে আর্থিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার ঝুঁকি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের -আইএমএফ গেøাবাল ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট শীর্ষক একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সংস্থাটি বলেছে, এপ্রিলের পর বিশ্বজুড়ে আর্থিক স্থিতিশীলতার ওপর থেকে স্বল্পমেয়াদি ঝুঁকি কমে গেছে। তবে উদীয়মান ও উন্নত অর্থনীতিগুলোয় এখনো মধ্যমেয়াদি ঝুঁকি রয়েছে বলে আইএমএফ সতর্ক করেছে। ইউরোপ, জাপান ও চীনের অর্থনীতি নিয়ে বিশেষভাবে উদ্বেগ জানানো হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ব্রেক্সিট ভোটের চমকপ্রদ ফলাফলের পর প্রাথমিকভাবে বিনিয়োগকারীরা খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন। তবে বাজারগুলো এ ধাক্কা ভালোভাবেই কাটিয়ে উঠতে পেরেছে। তারা ‘চরম স্ট্রেস টেস্ট’ উতরে গেছে বলে আইএমএফ মনে করছে। তবে বৈশ্বিক অর্থনীতিকে ভবিষ্যতে আরো কিছু ঝুঁকির মোকাবেলা করতে হতে পারে বলে আইএমএফ সতর্ক করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাংকগুলোর মুনাফা সংকট। কিছু ক্ষেত্রে ব্যাংকগুলো আর্থিক মন্দার আগের সময়ের তুলনায় বর্তমানে অনেক ভালো অবস্থানে আছে। এখন তাদের অনেক বেশি মূলধন রয়েছে। আর্থিক তারল্যেও উন্নতি দেখা গেছে। অর্থাৎ হঠাৎ করে দ্রæত তহবিলের দরকার হলে তা সরবরাহের সক্ষমতা ব্যাংকগুলোর রয়েছে। কিন্তু ব্যাংকগুলোকে এখনো মুনাফা অর্জনে যথেষ্ট সংগ্রাম করতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএমএফের উদ্বেগ উন্নত অর্থনীতিতে মধ্যমেয়াদি ঝুঁকি রয়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ