Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী আরবগামীদের বুস্টার ডোজের বিষয়ে নির্দেশনা শিগগিরই : প্রবাসীকল্যাণ মন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:৫২ পিএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, সউদী আরবগামী কর্মীদের জন্য করোনাভাইরাসের বুস্টার ডোজের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসবে। তিনি আজ (মঙ্গলবার) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা বুস্টার ডোজের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি। আমাদের গত আন্তঃমন্ত্রণালয় সভায় এটা নিয়ে আলাপ হয়েছে। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে। সউদী সরকারের সিদ্ধান্ত হয়েছে তারা চীনা ভ্যাকসিন অনুমোদন করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি ভ্যাকসিনের সঙ্গে সিনোফার্ম এবং সিনোভ্যাক যুক্ত করেছে সউদী সরকার।

মন্ত্রী আরও বলেন, একইসঙ্গে সউদী সরকার বলেছে, আমরা এটি গ্রহণ করবো, কিন্তু প্রথমে অনুমোদিত চারটি টিকার যেকোনো একটি বুস্টার ডোজ হিসেবে নিতে হবে। যারা চীনা টিকা নেবেন তাদের একটি অতিরিক্ত ডোজ নেওয়া লাগবে। ইমরান আহমদ বলেন, সিনোফার্মের টিকা বেশিরভাগই দেওয়া হয়েছে ঢাকার বাইরে। সেখানে সউদীগামী যারা আছেন, তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। বুস্টারের জন্য তাদের (সউদীগামীদের) পাসপোর্ট, টিকিট এবং টিকার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ