Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিম্নচাপের প্রভাবে খুলনায় থেমে থেমে সারাদিন বৃষ্টি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪১ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে খুলনা মহানগরীতে মঙ্গলবার মধ্যরাত থেকে মাঝারী বৃষ্টিপাত শুরু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত ৬ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৫ মিলিমিটার। সারাদিন সূর্যের দেখা মেলেনি। এর আগের দিন সোমবার প্রায় সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে।

খুলনা আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা আমিরুল আজাদ জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট মেঘমালার কারণে ভারি বৃষ্টি হচ্ছে। এটি থেমে থেমে আরো দু’ এক দিন অব্যাহত থাকবে।

এদিকে, বৃষ্টির কারণে শহরে নিম্নবিত্ত মানুষের ভোগান্তি তৈরি হয়েছে। খুলনার কয়েকটি সড়কে পানি জমেছে। জরুরি প্রয়োজনে লোকজন বাইরে বের হলেও ভিজে ফিরেছেন। দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষক-শিক্ষার্থী ও অফিসগামী কর্মীরা। সড়কে রিক্সাভ্যান তেমন চলাচল না করায় বৃষ্টির মধ্যে ছাতা মাথায় অনেকে কর্মস্থলে উপস্থিত হয়েছেন। বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় আয়-রোজগার কমে যাওয়ায় দিনমজুর ও নিম্নআয়ের মানুষজন দুর্ভোগে পড়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ