রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ডিবি পুলিশের পরিচয়ে হারুন অর রশিদ নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা নিশ্চিত করে ঘাতকরা চলে যাওয়ার পর তাকে জীবিত উদ্ধার করেছে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে থানা পুলিশের একটি দল। গত শনিবার গভীর রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া মালঝিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। উদ্ধারকৃত হারুন ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। হারুনের পরিবার ও থানা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে সিএনজিতে ৪/৫ ব্যক্তি এসে ডিবি পুলিশ পরিচয়ে হারুন কে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং পাশের নালিতাবাড়ী উপজেলার নন্নী আমবাগান গুচ্ছগ্রামের কাছে হাত পা বেঁধে মুখে স্কচ টেপ মেরে শরীরের নানা স্থানে মারাত্মক রক্তাক্ত আঘাত করে। মৃত্যু নিশ্চিত মনে করে চলে যাবার পর হারুন হামাগুড়ি দিয়ে রাস্তার ওপরে আসলে পথচারিরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঝিনাইগাতী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গভীর রাতেই দ্রুত ঝিনাইগাতী থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে হারুনকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান এবং তার জবানবন্দি রেকর্ড করেন ও তার বাড়িতে খবর দেন। বর্তমানে হারুন শেরপুর সদর হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন এবং পুলিশ তার নিরাপত্তায় হাসপাতালে। তবে এ ঘটনার সঠিক কোন কারণ এখনও জানা যায়নি।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মো. ফায়েজুর রহমান গতকাল বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি। হারুনকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি এবং সেখানে পুলিশ তাকে নিরাপত্তাও দিচ্ছে, তার বাড়িতেও খবর পৌছে দেয়া হয়েছে। তবে হারুন খুবই অসুস্থ, তাই চিকিৎসার সার্থেই তাকে বেশি কিছু বলা যাচ্ছে না। একটু সুস্থ হলে আরো বিস্তারিত জানা যাবে। তারপরও এ ব্যাপারে ব্যাপক পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।