Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সমাজ সচেতনতায় ইমামরা অগ্রণী ভূমিকা পালন করছেন’

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

করোনাভাইরাস, যৌতুক, বাল্যবিয়ে, নারী নির্যাতন ও সন্ত্রাস জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেনতার জন্য সমাজে ইমামরা অগ্রণী ভূমিকা পালন করছেন। করোনা প্রতিরোধ এবং স্বাস্থ্য সুরক্ষা চর্চা বিষয়ে ধর্মীয় নেতাদের সাথে সমাজকর্মীদের ইতিবাচক সামাজিক আচরণ শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় সিরাজগঞ্জে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্ত্যব্যে ইসলামিক ফাউন্ডেশরে মহাপরিচালক (অতিরিক্ত) সচিব ড. মো. মুশফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারের লক্ষে ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে গত রোববার বিকেলে সিরাজগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক মোহাম্মদ জালাল আহম্মদ, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মো. ফারুক আহম্মেদ। প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৯টি উপজেলার ৩০জন ধর্মীয় শিক্ষক অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ