রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত রোববার রাত ১২টার দিকে ধুলাসার ইউপির চর ধুলাসার এলাকার রামনাবাদ নদী মোহানা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে রামনাবাদ চ্যানেলে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে মহিপুর থানা পুলিশকে খবর দিলে তারা রাত বারোটার দিকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটির উপরিভাগের চামড়া উঠে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারণা, দু’দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার থেকে পরে যাওয়া জেলের লাশ হতে পারে এটি।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।