রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খাগড়াছড়ির রামগড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকায় রাতের গভীরে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি সিএনজি অটোরিকশা ভস্মীভূত হয়েছে। গত রোববার রাত ২টা ৪০ মিনিটের সময় বাড়ির গেটের ভেতরে রাখা অটোরিকশাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। চেষ্টা করেও এটি রক্ষা করতে পারেনি গাড়ির মালিকের স্বজনরা। গাড়িটি বল্টুরাম টিলা এলাকার আবদুল আজিজের ছেলে মো. ফারকের। সে গত এক বছর পূর্বে লাখ টাকা ঋণ নিয়ে এটি ক্রয় করেছিলেন।
সিএনজির মালিক ফারুক জানান, প্রতিনিদিনের মতো গাড়িটি গেটের ভেতরে রেখে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টা ৪০ মিনিটের সময় প্রতিবেশীরা আগুন বলে আত্মচিৎকার করলে বের হয়ে দেখেন তার একমাত্র সম্বল গাড়িটি জ্বলছে। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির মালিককে থানায় আসতে বলেছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।