রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাবনার চাটমোহর উপজেলার নৌকা ভ্রমণের নামে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ যেন বেড়েই চলছে। এতে ক্ষুব্ধ বিলপাড়সহ বিলে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষরা। জানা গেছে, প্রতিদিনই নৌকা নিয়ে চলনবিলে ঘুরতে আসছে বিভিন্ন এলাকার মানুষ। বেশিরভাগ ভ্রমণ ও বনভোজনের নৌকার সামনে ভাড়া করে আনা অশ্লীল পোশাকে থাকে নর্তকিসহ হিজড়ারা। আর এদের সঙ্গে নৌকায় নেশাজাতীয় দ্রব্য পান করে নাচ গানে মাতেন তরুণ-যুবকরা। এদিকে নর্তকি ও হিজড়া থাকা নৌকাগুলোর বেশিরভাগ অংশই ছাউনি দেয়া। বিল এলাকায় পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষজন এ কারণে পড়ছেন বিড়ম্বনায়। কিন্তু নৌকায় আনন্দ ভ্রমণ ও পিকনিকের নামে চলা অশ্লীল কর্মকাণ্ডে সাধারণত পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
চাটমোহরের নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন বলেন, চলনবিলে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে চলা অশ্লীলতায় ডুবছে যুব সমাজ। ফলে অভিভাবকরা উঠতি বয়সের সন্তানদের ভবিষ্যৎ ও নৈতিক অবক্ষয় নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।