Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকা ভ্রমণের নামে চলছে অশ্লীলতা

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

পাবনার চাটমোহর উপজেলার নৌকা ভ্রমণের নামে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ যেন বেড়েই চলছে। এতে ক্ষুব্ধ বিলপাড়সহ বিলে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষরা। জানা গেছে, প্রতিদিনই নৌকা নিয়ে চলনবিলে ঘুরতে আসছে বিভিন্ন এলাকার মানুষ। বেশিরভাগ ভ্রমণ ও বনভোজনের নৌকার সামনে ভাড়া করে আনা অশ্লীল পোশাকে থাকে নর্তকিসহ হিজড়ারা। আর এদের সঙ্গে নৌকায় নেশাজাতীয় দ্রব্য পান করে নাচ গানে মাতেন তরুণ-যুবকরা। এদিকে নর্তকি ও হিজড়া থাকা নৌকাগুলোর বেশিরভাগ অংশই ছাউনি দেয়া। বিল এলাকায় পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষজন এ কারণে পড়ছেন বিড়ম্বনায়। কিন্তু নৌকায় আনন্দ ভ্রমণ ও পিকনিকের নামে চলা অশ্লীল কর্মকাণ্ডে সাধারণত পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
চাটমোহরের নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন বলেন, চলনবিলে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে চলা অশ্লীলতায় ডুবছে যুব সমাজ। ফলে অভিভাবকরা উঠতি বয়সের সন্তানদের ভবিষ্যৎ ও নৈতিক অবক্ষয় নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ