বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১২ জন আহত হয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ও ভোরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মান্নান (৫০), খেজু (৭০), জাহাঙ্গীর (৪৬), মান্নান (৫৮), জুয়েল (২০), সেলিম (৪০), হাওয়া (৪০), রোকেয়া (৬০), জোসনা (৩৫) ও হযরত আলী (৬৫)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর থেকে ওই এলাকায় শিয়াল উৎপাত করতে শুরু হয়। একপর্যায়ে রাতে একে একে ১২ জনকে কামড় দেয় শিয়াল। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে শিয়ালটি পালিয়ে যায়। এরপর সকালে আবার এলাকাবাসীকে আক্রমণ শুরু করে শিয়ালটি। পরে স্থানীয়রা শিয়ালটি মেরে ফেলেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ বলেন, শিয়ালের কামড় খেয়ে ১২ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আব্দুল মান্নান নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।