Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে গণপিটুনিতে আবুল হোসেন নামে এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইমান আলী মার্কেট এলাকায় ডাকাতিকালে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন নোয়াখালীর আন্ডারচর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, গভীর রাতে ডাকাতদল চরকাদিরা ইউনিয়নের ইমান আলী মার্কেট এলাকায় মো. সিরাজের বাড়িসহ চার চরবাড়িতে ডাকাতি করে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। এসময় ডাকাত দলের অন্য সদস্য পালিয়ে গেলেও আবুল হোসেন জনতার হাতে আটক হয়। পরে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতিতে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ