Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করাতকল চালুর দাবিতে মানববন্ধন

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

করাতকল আইন সংশোধন এবং বন্ধ থাকা করাতকল পুণরায় চালুর দাবিতে শরণখোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে শরণখোলা প্রেসক্লাবের সামনের সড়কে করাতকল মালিক ও শ্রমিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আ.লীগের সভাপতি আসাদুজ্জামান মিলন, জেলা আ.লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, জাতীয় পার্টির সভাপতি বদরুজ্জামান আবু গাজী, যুবলীগের সাবেক সভাপতি আবুল হোসেন নান্টু উপস্থিত থেকে তাদের সাথে একাত্বতা প্রকাশ করেন। মনববন্ধনে করাতকল মালিক ও শ্রমিক নের্তৃবৃন্দ বলেন, উপক‚লীয় শরণখোলার মানুষের ঝড় ও জলোচ্ছাসসহ নানা দুর্যোগের সময় ঘর বাড়ি মেরামত করতে দেশীয় প্রজাতির কাঠ কাটতে হয়। কিন্তু বন বিভাগের পুরাতন আইন দ্বারা করাতকল বন্ধ করার কারণে এদিকে সাধারণ মানুষের দুর্ভোগ। অপরদিকে শতশত শ্রমিক ও মিল মালিকরা দিশেহারা হয়ে পরেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ