বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া এলাকায় ৪র্থ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই নির্যাতিত শিশুর মা বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে ধর্ষক শাহজাহানকে আসামী করে এ মামলা দায়ের করা হয়।
পুলিশ ও শিশুটির মা জানায়, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ৪র্থ শ্রেণীতে পড়ছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাদ্রাসা যাওয়ার পথে শিশুটিকে কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে যায় বখাটে শাহজাহান। পরে ঘরের দরজা-জানালা বন্ধ করে আটকিয়ে রেখে ধর্ষণ করে সে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে শাহজাহান ঘর থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে ৮টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।