রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
করোনা মহামারির কারণে ৫৪৩ দিন বন্ধ থাকার পরে স্কুলে ফিরেছে শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষে গাদাগাদি করে ক্লাস করায় শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হতে পারে এমন আশঙ্কার জায়গা থেকে দীর্ঘ বিরতির পরে স্কুল খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের শতভাগ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও উপস্থিতি নিশ্চিত করতে উপজেলার কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন।
গতকাল রোববার সকালে উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ, খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। প্রতিটি প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার্থীদের শতভাগ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। প্রথম দিনে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে ৭০% শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।