রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বর্ষায় কাদা-পানি আর শুকনো মৌসুমে ধূলোবালি এবং খাদাখন্দে ভরপুর লক্ষীপুরের রামগতি উপজেলার দু’টি ব্যস্ত সড়কের সাড়ে ১৪ কিলোমিটার রাস্তা। উপজেলার চররমিজ ইউনিয়নের সৈয়দ মৌলভীবাজার-চৌধুরীবাজার ও রামগতি বাজার-ছেউয়াখালী সড়ক।
সড়ক দু’টির এমন দুরাবস্থায় উদ্বিগ্ন হয়ে উঠেছে ঐ সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষের। সাড়ে ১৪ কিলোমিটার সড়কের পুরোটাই কার্পেটিং ওঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ভারি যানবাহনতো দূরের কথা, হালকা দু’চাকার যান ও পথচারী চলাচল করাটাই এখন বড় দায় হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আলী হোসেন, সবুর মিয়া ও চা দোকানদার মিরাজ হোসেন জানান, সৈয়দ মৌলভীবাজার থেকে চৌধুরীবাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা কয়েক বছর ধরে জরাজীর্ণ। এই সড়কের পাশেই কয়েকটি ইটভাটা রয়েছে। ভাটার ইট ও মাটি আনা নেয়ার জন্য ব্যবহার করা হয় যন্ত্রদানব ট্রাক্টর টলি। এই ট্রাক্টর টলির কারণেই নির্মাণের কিছু দিনের মাথায় দেড় কিলোমিটার সড়ক ভেঙে তছনছ হয়ে যায়। বর্তমানে সড়কটি বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি প্রসস্ত করে দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।
অন্যদিকে ২০১৪ সালের এপ্রিল মাসে তৎকালীন এমপি মো. আবদুল্যাহ আল মামুন রামগতি বাজার থেকে ছেউয়াখালী সড়কটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন। সে সময় সড়কটির ছেউয়াখালী সেতু থেকে সৈয়দ মৌলভী বাজারের পোল পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার কাজ করা হয়। সড়কটি আলাদা জোনের হওয়ায় অবশিষ্ট ৬ কিলোমিটার সড়কের কাজও করা হয়নি তখন। চলতি বছরের প্রথম দিকে পন্যবাহী ট্রাক উল্টে রামগতি বাজারের ব্যবসায়ীদের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়। এরপর যাত্রীবাহী গাড়ি উল্টে হতাহতের একাধিক ঘটনা ঘটেছে।
রাস্তাগুলোর এমন দুরাবস্থার কারণে মানুষের জরুরি কাজ যেমন, অসুস্থ রোগী ও ছাত্র-ছাত্রী নিয়ে বেকায়দায় রয়েছেন স্থানীয় বসবাসকারীরা। বর্তমানে এই দু’টি সড়ক এ অঞ্চলের মানুষের কাছে মূর্তিমান আতংক হিসেবে দেখা দিয়েছে।
আর এতে ঘটেছে ছোট-বড় নানা দুর্ঘটনা। রাস্তা খারাপ হওয়ায় এই দুইটি সড়কে চলাচলকারী সিএনজি ও অটোরিকশা যাতায়াতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। চালকদের অভিযোগ ভাংগা এ দুইটি সড়কে গাড়ি চালালে তাদের গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি পোষাতে অতিরিক্ত ভাড়া নিতে হয় তাদের।
এই দু’টি সড়ক দিয়ে রামগতি বাজার, উপজেলা সদর আলেকজান্ডার, উপজেলা পরিষদ, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বয়ারচর, টাংকি বাজারসহ উপজেলার দক্ষিণাঞ্চলে যাতায়াত করা হয়। এছাড়াও জেলা সদর লক্ষীপুর এবং পাশের জেলা নোয়াখালীর একাধিক উপজেলায় যাতায়াতের প্রধান সড়কও এ দু’টি। পাশে আছে গুচ্ছগ্রাম বাজার, বাঁধেরহাট, চৌমুহনী বাজার, রামগতি বাজারসহ বেশ কয়েকটি ছোট বড় হাটবাজার।
অপরদিকে চরপোড়াগাছা, বড়খেরী এবং চরগাজী ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ এ দুইটি সড়ক দিয়েই যাতায়াত করতে হয়।
ঐ দু’টি সড়কে নিয়মিত চলাচলকারী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদ উল্যাহ সেলিম জানান, রাস্তার অবস্থা এতোটাই খারাপ, কোন মানুষ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসতে পারবে কিনা সন্দেহ আছে। বেহাল রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। বর্ষার সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠে। আমাদের প্রতিদিন কাদা-পানি ভেঙে যাতায়াত করতে হয়। এমনকি মোটরসাইকেলও চালানো যাচ্ছেনা।
চররমিজ ইউপি চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার ও চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন জানান, প্রতি সমন্বয় সভায় সড়ক দুইটির বেহাল পরিস্থিতি তুলে ধরে দ্রুত সড়কগুলো প্রসস্তকরণ ও সংষ্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুর রহিম জানান, চররমিজ ইউনিয়নের ঐ সড়কসহ অপর সড়কটি সংষ্কারের জন্য প্রকল্প পাশের অপেক্ষায় আছে। আশা করছি দ্রুত কাজ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।