Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

গুরুদাসপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

নাটোরের গুরুদাসপুরে ছেলের বাল্যবিবাহ মেনে না নেওয়ায় দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষক ও তার পরিবার। গতকাল দুপুরে ভুক্তভোগীর নিজ বাসভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার দড়িকাছিকাটা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, আমার ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছেলেকে পারিবারিক কারণে শাসন করলে সে রাগ করে তার নানার বাড়িতে যায়। সেখানে আমার শ্যালক বাটুল কৌশলে তার ৮ম শ্রেণী পড়–য়া মেয়ের সাথে আমার ছেলেকে জোর করে সাথে বিয়ে দেয়।
সেই বিয়ে বাল্যবিবাহ ও কোন রেজিস্ট্রি না থাকায় মেনে নিতে অস্বীকার করি। পরে আমার ছেলে বাড়িতে চলে আসলে শ্যালক তার মেয়েকে দিয়ে নানা নাটক সাজিয়ে আমাকেসহ পরিবারের ৪ সদস্যদের নামে গুরুদাসপুর আমলী আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। সেই হয়রানীমূলক মিথ্যা মামলা দ্রæত প্রত্যাহার ও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমতিরি সভাপতি শিক্ষক মো. সোরওয়াদী হোসেন, মাসুদুর রহমান ও ভুক্তভোগী শিক্ষকের আসন্ন এসএসসি পরিক্ষার্থী ছেলে। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ