রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে দহবন্দ ইউপি চেয়ারম্যানের অনিয়ম, লুটপাট, সীমাহীন দুর্নীতি, দুর্ব্যবহারের প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ ভবনের সামনে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুলের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও দহবন্দ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি শাহ আলম মাস্টার, চেয়ারম্যানের দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক মিলন চন্দ্র সরকার, গোপালচরণ উচ্চ বিদ্যাললের শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সমাজ সেবক তোজাম্মেল হোসেন, আহসান হাবিব ডলার, মোন্তাজ আলী, মামুন মিয়া প্রমুখ। এ সময় বক্তরা বলেন, ‹বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যতœ প্রকল্পের আওতায় শিশুভাতা দেয়ার নামে অর্থ হাতিয়ে নিয়েছেন ইউপি চেয়ারম্যান। টেন্ডার ছাড়াই সড়কের গাছ বিক্রির অর্থ আত্মসাৎ, পরিষদের ফ্রিজ বাড়িতে রাখাসহ অসচ্ছল নারীদের কর্মমূখী করতে বরাদ্দকৃত সেলাইমেশিন বাড়িতে নিয়ে আত্মসাৎ করেন। এছাড়া গত শুক্রবার গভীর রাতে ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল প্রবীণ রাজনীতিবিদ, সাবেক ইউপি সদস্য ও দহবন্দ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি শাহ আলম মাস্টারকে মোবাইলে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরের দিন তার সাথে দুর্বব্যহবার করার তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।