Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকবিরোধী সমাবেশ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

পটিয়া মেয়র আইয়ুব বাবুল অভিযোগ করে বলেছেন, মাদক ব্যবসায়ীদের দমনে প্রশাসনের দুর্বলতা আছে। পটিয়া পৌর এলাকাসহ উপজেলা জুড়ে ইয়াবা ব্যবসায়ী ও মাদক কারবারীদের তৎপরতা বৃদ্ধি পেলেও প্রশাসন আশানুরূপ ব্যবস্থা নিতে পারেনি। তিনি বিশেষ করে মাদকদ্রব্য অধিদপ্তরের দুর্বল অভিযানের কথা উল্লেখ করে বলেন, যে হারে ইয়াবা ব্যবসা ও পাচার চলছে সে হারে ইয়াবা উদ্ধার কিংবা জড়িতদের গ্রেফতার করা হচ্ছে না। গত শুক্রবার রাতে পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের মহল্লবাসী কর্তৃক আয়োজিত হাবিবুরপাড়া ঈদগাহ্্ ময়দানে মাদক বিরোধী সমাবেশে তিনি একথা বলেন। ব্যবসায়ী মাওলানা ওয়াহিদ উল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাকেন পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল হক, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর গোফরান রানা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ