বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিরামপুর পৌর শহরের মিরপুর এলাকায় শাখা যমুনা নদীর পাড়ে তাস খেলতে এসে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ক্ষুদ্র গোপালপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মোতালেব হোসেন (৬০) মৃত অবস্থায় শাখা যমুনা নদীর পাড়ে থাকে। বিরামপুর থানা পুলিশ গত বৃহস্পতিবার বিকালে লাশ উদ্ধার করে। এ সময় নৌকায় নদী পারাপার সময় অপর তিনজনকে আটক করে পুলিশ। তারা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলা টুকরি দক্ষিণপাড়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের পুত্র বাবু মিয়া (৪০), একই উপজেলার বদলিবাতান গ্রামের মহেন্দ্র চন্দ্রের ছেলে রমনী কান্ত (৩৬), খালাশপীর এলাকার মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান (৩৫)।
স্থানীয় জামাদারপাড়া গ্রামের সাদ্দাম হোসেন বলেন, গত বৃহস্পতিবার দুপুরে শাখা যমুনা নদীর পাড়ে নির্জনস্থানে জুয়া খেলছিল বেশ কয়েকজন। খেলা শেষে ফেরার পথে নদীর পাড়ে নিহত মোতালেবকে রেখে অন্যরা নৌকা করে নদীর পার হওয়ার চেষ্টা করে। এ সময় নদীর অন্যপাশে মোতালেবকে লাশ পড়ে থাকে।
বিরামপুর থানার ওসি সুমান কুমার মহন্ত জানান, শাখা যমুনা নদীর পাড়ে জুয়া খেলা শেষে বাড়ি ফেরার পথে উক্ত মোতালেব হোসেনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুরের এম রহিম মেডিক্যাল প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।