Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’দিন পর পদ্মায় নিখোঁজ মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

লালপুরের পদ্মায় গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ হওয়ার দুইদিন পরে পঞ্চম শ্রেনীতে পড়ুয়া মাদরাসা শিক্ষার্থী পাপড়ীর (১১) ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পদ্মা নদীর গৌরীপুর তালতলা এলাকায় থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে। গত বৃহস্পতিবার দুপুরে পদ্মা নদীর লক্ষীপুর ঘাটে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ হয় মাদরাসা ছাত্রী লক্ষীপুর গ্রামের জুলহাস উদ্দিন পাখির মেয়ে পাপড়ী। পাপড়ী আসিয়াতনুরানী কিন্ডারগার্টেন মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিলো।

জানা যায়, গতকাল শুক্রবার দুপুর ১টা পর্যন্ত তার কোন সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সন্ধ্যায় পদ্মানদীর গৌরীপুর তালতলা এলাকায় মাদরাসাছাত্রী পাপড়ীর লাশ ভেসে থাকতে দেখে স্থানীরা। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ