Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার শিক্ষার্থীর খোঁজ মেলেনি

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ৪:২৫ পিএম

লালপুরের পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পার হলেও পঞ্চম শ্রেনীতে পড়–য়া শিক্ষার্থী পাপড়ীর (১১) সন্ধান মেলেনি। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত তার কোন সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
গত কাল বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে পদ্মা নদীর লক্ষীপুর ঘাটে গোসল করতে নেমে ¯্রােতে নিখোঁজ হয় মাদ্রাসা পড়–য়া লক্ষীপুর গ্রামের জুলহাস উদ্দিন পাখির মেয়ে পাপড়ী। পাপড়ী আসিয়াতনুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলো।
স্থানীয়রা জানায়, ‘বৃহস্পতিবার দুপুরে পদ্মা নদীর লক্ষীপুর ঘাটে পাপড়ি (১১) ও তার খালাতো বোন রানী (১১) নদীতে গোসল করতে নামে। এ সময় ২জন ¯্রােতে ভেসে গেলে রানীর মা কোহিনূর বেগম রানীকে উদ্ধার করতে পারলেও, পানিতে ডুবে নিখোঁজ হয় পাপড়ি।’
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাব্বির রহমান জানান,‘খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি দলও রাজশাহী থেকে আসা ডুবুরি দল যৌথ ভাবে উদ্ধার অভিযান চালায়। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও পাপড়ীর খোঁজ না পেয়ে প্রথম দফা উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে আজ শুক্রবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও পাপড়ীর কোন সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।’
এই রিপোর্ট লেখা পর্যন্ত পাপড়ীর কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পাপড়ীর সন্ধানের আশায় পরিবারের সদস্যদের নদীপাড়ে বসে থাকতে দেখা যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ