পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সংক্রমণ বেড়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
শুক্রবার সকাল ১০টায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বিডিএস পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদি দেখি আমাদের দেশে সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে, তখন বন্ধ করার সিদ্ধান্ত তো শিক্ষা মন্ত্রণালয়কে নিতেই হবে। আমরা পরামর্শ সেভাবেই দেবো। আমরা চাইব না যে, আমাদের ছেলেমেয়েরা সংক্রমিত হোক।
তিনি বলেন, ‘অনেক দেশেই তো স্কুল কয়েকবার খুলেছে, আবার বন্ধ করেছে, আবার খুলেছে। আমাদের দেশেও একই নীতি ফলো করবো। আমরা চাই, আমাদের ছেলেমেয়েদের লেখা শুরু হয়ে যাক। যদি সংক্রমণ বৃদ্ধি পায়, তাহলে আমরা বন্ধ করে দেব।’
১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে জাহিদ মালেক বলেন, শিশুদের করোনা আক্রান্তের হার কম। ১২বছর বয়সের শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত এখনো আসেনি। ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, দেড় বছর বন্ধ থাকার পর দেশে করোনা সংক্রমণ কমতে থাকায় আগামী রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।