Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বগুড়ায় পানি কমছে, ভাঙছে যমুনা ও বাঙালি নদীর পাড়

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ২:৩১ পিএম

বগুড়ায় যমুনা ও বাঙালি নদীর পানি দ্রুত গতিতে কমছে। পাশাপাশি ভাঙছে নদীর পাড়।
পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় প্রকৌশলীরা বলছেন, পুরো আগষ্ট মাস জুড়েই যমুনা ও এর শাখা নদী বাঙালির পানির বাড়ছিল।
শরতের বর্ষন আর ভারতের বাঁধ খুলে দেওয়া ঢলের পানিতে ওই সময় পানি বাড়তে বাড়তে যমুনায় এক পর্যায়ে পানি বিপদসীমার ৬৯ সে.মি.ওপর দিয়ে বয়ে যায়।
সেপ্টেম্বরের শুরু থেকেই পানি কমতে থাকে। বর্তমানে পানি প্রবাহ বিপদ সীমার নিচে রয়েছে। তবে তীব্র স্রোতের কারনে ভাঙছে নদীর পাড়।
সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার ৩০
টি পয়েন্টে ভাঙনের তীব্রতা বেশি।
তবে ভাঙনের পয়েন্টগুলো সবই চর এলাকায় হওয়ায় যমুনার পশ্চিমাঞ্চলের জনপদ ও মুল বাঁধের জন্য কোন সমস্যা নয় বলে জানিয়েছেন স্থানীয় উপজেলা প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা পরিস্থিতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ