Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষনা শুনে শিক্ষক নিজেই ধোয়া-মোছা ও জীবাণু মুক্ত কাজে ব্যস্ত

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩১ এএম

শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষনা শুনে শিক্ষক নিজেই ধোয়া- মোছা ও জীবাণু মুক্ত করার কাজ করছে।দীর্ঘ ১৮মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর চালুর ঘোষনা।সারা দেশের ন্যায় রাঙামাটি কাপ্তাইয়ে আগামি রোববার (১২সেপ্টেম্বর) সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা। তাই প্রতিষ্ঠানের পক্ষ হতে চলছে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ।বিদ্যালয়ের মাঠ ঘাসে বাগানে পরিণত হয়েছে।ধুলোবালি পড়েছে শ্রেণী কক্ষের বেঞ্চ,চেয়ার- টেবিল,শ্রেণীরকক্ষের প্রতিটি কোনায় ওছাদে বেঁধেছে মাকড়শারজাল। আবার অনেক বিদ্যালয় ও কলেজ প্রবেশ মুখে দেয়া হয় নো, মাস্ক,নো স্কুলসহ বিভিন্ন সচেতনমূলক নির্দেশনামূলম লেখা। সরেজমিনে ঘুরে দেখাযায় কাপ্তাই উপজেলার ব্যাপ্টিস্ট মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মধু মঙ্গল তঞ্চঙ্গ্যা নিজের বিদ্যালয় নিজেই পরিস্কার -পরিচ্ছন্নতা করছে। এবং নিজেই জীবাণু নাশক স্প্রে মেশিনদিয়ে শ্রেণী কক্ষ ও চেয়ার-টেবিল ও বেঞ্চ জীবাণু মুক্ত করছে। শিক্ষক মধু মঙ্গল তঞ্চঙ্গ্যা প্রতিবেদকে বলেন দীর্ঘ ১৮মাস করোনা মহামারির জন্য বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সাথে দেখা হয়না। তাই সরকারের পক্ষ হতে আগামি রোববার খোলার ঘোষনা এলে আনন্দনে নিজের শিক্ষা প্রতিষ্ঠান নিজেই পরিস্কার পরিচ্ছন্নতা ও জীবাণু মুক্ত করার কাজ করছি বলে উল্লেখ করে।

 



 

Show all comments
  • মোঃ আকতার হোসেন মীর ১০ সেপ্টেম্বর, ২০২১, ৮:১৩ পিএম says : 0
    শিক্ষক এই রকম হওয়াই উচিত ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ