বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় কলিন্স কসমেটিক্স নামক একটি প্রসাধনি সামগ্রী উৎপাদক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল এবং মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ এবং প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব ১২ কোম্পানির সদস্যরা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের নারুলী এলাকার কারখানাটিতে অভিযান চালায় তারা।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস এবং র্যাব-১২ এর স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন।
অভিযান শেষে র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান,কারখানাটিতে নকল পণ্য উৎপাদন
এবং মেয়াদোত্তীর্ণ পণ্যে নতুন মোড়ক লাগিয়ে বাজারে সরবরাহ করা হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটি থেকে বিপুল পরিমাণ নকল এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। এছাড়া অনেক পণ্যের মোড়কে তারা উৎপাদন তারিখ দিয়ে রেখেছে ২০২২ সাল।যেগুলো জব্দ করা হয়েছে । জব্দকৃত মালামাল গুলোর আনুমানিক মুল্য ২০ লাখ টাকা হবে বলেও জানান তিনি। মালামাল গুলো নিরাপদ স্হানে ধংস্ব করা হবে। এ ছাড়া কলিন্স কসমেটিক্সের মালিক আব্দুল মমিন কলিন্সকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।