Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৬ বছরে সর্বনিম্নে ভারতে সুদের হার

প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ৬ বছরে সর্বনিম্নে ভারতে সুদের হার। মঙ্গলবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সুদের হার কমিয়েছে। রিজার্ভ ব্যাংকের এক ঘোষণায় বলা হয়েছে, বিদ্যমান সাড়ে ৬ শতাংশ থেকে কমিয়ে এটি সোয়া ছয় শতাংশ করা হয়েছে। যা গত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন সুদহার। বিশ্ব অর্থনীতিতে আরেক দফা শ্লথগতির আশঙ্কা এবং ভারতের অভ্যন্তরীণ কিছু খাতকে চাঙ্গা করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির হারও ৪ শতাংশে রাখার লক্ষ্য স্থির করেছে। এতে বাজারের প্রতি আস্থাহীনতা যেমন বাড়বে, তেমনি নতুন বিনিয়োগও উৎসাহিত হবে। ভারত যখন ঋণের সুদের হার কমিয়েছে, তখনো বাংলাদেশে সুদের হার ১৪ শতাংশে রয়েছে। এছাড়া লুকায়িত অনেক চার্জতো আছেই। যা ব্যবসায় পরিচালন ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করেন উদ্যোক্তারা। স্থানীয় ব্যবসায়ীরা বরাবরই এই উচ্চ সুদ হারের বিরোধিতা করে আসছেন। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে ঋণের সুদের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবিও দীর্ঘদিনের। কিন্তু বিষয়টি বরাবরই অবহেলিত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৬ বছরে সর্বনিম্নে ভারতে সুদের হার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ