Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরে ভাতা বঞ্চিতদের সমস্যা সমাধানে আবারও সময় নিলেন উপ-পিরচালক

অনশন ভাঙ্গালেন ইউএনও

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২১, ২:৪৪ পিএম | আপডেট : ২:৫৯ পিএম, ৯ সেপ্টেম্বর, ২০২১

কুষ্টিয়ার দৌলতপুরে ভাতা বঞ্চিত বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা সমাধানে স্থানীয় এমপি’র পর এবার কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ১৫ দিনের সময় নিয়েছেন।বৃহম্পতিবার দুপুর ১টার দিকে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার দৌলতপুর সমাজসেবা কার্যালয়ে উপস্থিত হয়ে অনশনরত ভাতা বঞ্চিতদের সাথে কথা বলে সময় চেয়ে নেন। এরআগে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রোকসাানা পারভীন দৌলতপুর সমাজসেবা অফিসে দিনভর রুদ্ধদ্বার বৈঠক শেষে অফিসের বাইরে অবস্থানরত ভাতা বঞ্চিতদের কাছ থেকে এ সময় চেয়ে নেন। এসময় তিনি উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, দৌলতপুর একটি বৃহৎ উপজেলা। এখানে প্রায় ৩২ হাজার বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার আওতায় আছে। ভাতার এ অর্থ সহজেই যাতে গ্রাহকের কাছে পৌঁছানো যায় তার জন্য মোবাইল এজেন্ট ব্যাংকিং নগদের মাধ্যমে নির্দিষ্ট মোবাইল নম্বরে ভাতার অর্থ পৌঁছানোর কথা। কিন্তু কিছু ত্রুটির কারণে সেই অর্থ ভাতাভোগীদের কাছে না যাওয়াটা দুঃখজনক। আর এ ধরনের সমস্যা ৫৩৬ জন ভাতাভোগীদের ক্ষেত্রে ঘটেছে যা একদিনে সমাধান করা সম্ভব না। তাই দৌলতপুর উপজেলা সমাজসেবা অফিসার ও কর্মীদের নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়টি সমাধানের চেষ্টা করবো আমরা। এর আগে মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভাতা বঞ্চিতরা অনশন কর্মসূচি পালন করে। পরে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন ও নির্বাহী অফিসার শারমিন আক্তারের আশ্বাসে অনশনরত ভাতা বঞ্চিত নারী-পুরুষ তাদের অনশন ভঙ্গ করে।
জানা গেছে, দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫শতাধিক বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী শতাধিক নারী-পুরুষ এক বছর ধরে ভাতা বঞ্চিত। ভাতার অর্থ পেতে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দৌলতপুর সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ধন্না দিয়ে সমাধান পাননি। তারা অভিযোগ করেন, এক বছর ধরে যে মোবাইল নম্বরগুলোতে ভাতার টাকা গিয়েছে সে নম্বরগুলো তাদের নয়। তাদের পরিবর্তে অন্য ব্যক্তিদের মোবাইল নম্বরে এসব টাকা গিয়েছে। গত একবছর ধরে তারা ভাতার অর্থ পাননি বলে অভিযোগ করেন।
ভাতা বঞ্চিত অসহায় ব্যক্তিদের বিষয়ে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ লালু বলেন, এসব ভাতার টাকা সমাজসেবা কার্যালয়ের মাঠ পর্যায়ের কিছু অসাধু কর্মচারী যোগসাজশ করে আত্মসাৎ করেছে। প্রকৃত ভাতা যারা পাবেন তাদের পরিবর্তে ভুয়া নামের তালিকা প্রস্তুত করে পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিক আক্তার বলেন, ভাতা বঞ্চিত অনশনরতদের সাথে কথা বলে তাদের অনশন ভঙ্গ করানো হয়েছে এবং উদ্ভত পরিস্থিতি সমাধানে সময় চেয়ে নেওয়া হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা সম্ভব হবে।



 

Show all comments
  • MD SHOJIBUL ISLAM ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০১ পিএম says : 0
    আমি টাকা পাই না সামিদুল কাড করে দিয়ে আবার নষ্ট করে দিয়েছে ????
    Total Reply(0) Reply
  • MD SHOJIBUL ISLAM ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০১ পিএম says : 0
    আমি টাকা পাই না সামিদুল কাড করে দিয়ে আবার নষ্ট করে দিয়েছে ????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ