পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়া বা ব্রেক্সিট ইস্যুতে ডলারের সঙ্গে রীতিমতো লড়াই করে যাচ্ছে পাউন্ড। মঙ্গলবার বাজারে আবারও ধাক্কা খেয়েছে এ মুদ্রা। ডলারের বিপরীতে ৩১ বছরের সর্বনিম্নে পৌঁছেছে। খবর বিবিসি, গার্ডিয়ান ও টেলিগ্রাফ। খবরে বলা হয়, ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে গত রোববার জানান, ব্রেক্সিটের প্রক্রিয়া আগামী বছরের মার্চে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ মন্তব্য করার পর বাজারে পাউন্ডের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এক ধাক্কায় পাউন্ডের মান কমে যায় ৩১ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। গত কার্যদিবসের তুলনায় এদিন ডলারের বিপরীতে পাউন্ডের দাম ০.৫ শতাংশ কমে ১.২৭ ডলারে অবস্থান করে; যা ১৯৮৫ সালের পর সবচেয়ে কম। এর আগে গত ২৩ জুন ব্রেক্সিট ইস্যুতে গণভোটের পর পাউন্ডের দাম ৩০ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছায়। ওই সময় পাউন্ডের দাম কমে হয় ১.২০ ডলার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।