বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের চৌগাছায় নির্মাণাধীন ডিভাইন হাসপাতালের ৮ম তলায় ইট উঠানোর সময় মাথাায় ইট পড়ে টিটো (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের শাহজাহান বিশ্বাসের ছেলে।
বুধবার (০৮ সেপ্টেম্বর) শহরের ডিভাইন শিল্প গ্রুপের নির্মাণাধীন হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কর্মরত দুইশতাধিক নির্মাণ শ্রমিককে ছুটি দিয়ে দেয়া হয়।
হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, বুধবার ডিভাইন শিল্প গ্রুপের মালিকানাধীন প্রস্তাবিত ডা. আনিছুর রহমান হাসপাতালের ১০তলা ভবনের ৮ম তলায় নির্মাণ কাজ চলছিলো। নিচ থেকে ৮ম তলায় তোলার সময় টিটো ক্রেনের ডালিতে (ইট-বালু রাখার খাচা) ইট-বালু ভরে দিচ্ছিলেন। ওপরে উঠানোর সময় ক্রেনের ডালি থেকে একটি ইট সিটকে টিটোর মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে পাশেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। যশোর হাসপাতালে পৌঁছালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শ্রমিকরা জানিয়েছেন, কাজ করার সময় হেলমেট পরার জন্য হেলমেট দেয়া হলেও সেময় টিটো হেলমেট পরিহিত ছিলেন না।
চৌগাছা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নুজহাত নুয়েরী সাওসান বলেন, তার মাথায় গুরুতর আঘাত ছিলো।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গ থেকে মুঠোফোনে টিটোর স্ত্রী ফাতেমা বলেন, হাসপাতালে আনার সময় তার মৃত্যু হয়েছে তাকে ময়নাতদন্তের জন্য লাশকাটা ঘরে নেয়া হচ্ছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাড়িটিতে নেমে শুরু হয়েছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এদিকে, শুক্রবার শাহজাহানের জ্ঞাতি ভাই মিজানুরের মেয়ের বিয়ে। বিয়ের জন্য বাড়িতে গেট সাজানো হয়েছে। বুধবার সকালে টিটোও সেই গেট সাজানো তদারকি করেছেন। এক/দেড় ঘণ্টার মধ্যে তার মৃত্যুর খবরে মুহুর্তেই বিয়ে বাড়ির আনন্দ মাটি হয়ে যায়। বিয়ে বাড়িতে এখন শোকের মাতম বইছে। স্বজনদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। সরেজমিনে টিটোর বাড়িতে গিয়ে দেখা যায় তার বৃদ্ধ বাবা ও মা বারবার জ্ঞান হারাচ্ছেন। তাদেরকে স্থানীয়রা শান্তনা দিচ্ছেন, টিটোকে ডাক্তারের কাছে নেয়া হয়েছে। সেলাই দিয়ে নিয়ে আসা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।