Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সাড়ে ৯ বছর পর খুনের রহস্য উদ্ঘাটন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

নগরীতে আলোচিত একটি হত্যা মামলার নয় বছর পাঁচ মাস পর মূল আসামি ধরা পড়েছে। উদঘাটন হয়েছে খুনের রহস্য। প্রথমে থানা পুলিশ এবং পরে ডিবি দুই দফা তদন্ত করে আসামির ঠিকানা নেই, এমন অজুহাতে ফাইনাল রিপোর্ট দেয়। তবে আদালতের নির্দেশে মামলার তদন্তভার পাওয়ার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই আসামির প্রকৃত ঠিকানা সংগ্রহ করে।
এরপর লাগাতার অভিযানের মুখে আসামি আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য হন। রিমান্ডে নেওয়ার পর খুনের দায় স্বীকার করে সোমবার সন্ধ্যায় মহানগর হাকিমের কাছে জবানবন্দি দেন মামলার একমাত্র আসামি মো. রাসেল ওরফে রাশেদ (৩১)। রাশেদ তার বন্ধু রফিকুল ইসলামকে (২৩) একাই ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করেন।
পিবিআই কর্মকর্তারা জানান, বিগত ২০১২ সালের ২৪ মার্চ রাতে জুয়া খেলার টাকা নিয়ে বিরোধের জেরে নগরীর স্টেশন কলোনীতে রফিকুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করেন রাশেদ। এই ঘটনায় নিহতের ভাই রুবায়েত হোসেন বাদি হয়ে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ এক বছর তদন্ত শেষে আসামির সঠিক ঠিকানা পাওয়া যায়নি বলে আদালতে ফাইনাল রিপোর্ট দেয়।
এরপর আদালত মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। ডিবি পুলিশ প্রায় পাঁচ বছর তদন্তের পর একই কারণ দেখিয়ে বিগত ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ফাইনাল রিপোর্ট দেয়। বাদির নারাজির প্রেক্ষিতে ফের মামলার অধিকতর তদন্তের আদেশ দেন আদালত। আদালতের নির্দেশে মামলার তদন্ত শুরু করে পিবিআই।
পিবিআই কর্মকর্তারা জানান, আসামি রাশেদের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ ও ঢাকায় দফায় দফায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে আসামি গত ২৪ আগস্ট চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। পরে ২৫ আগস্ট তাকে রিমান্ডে নেওয়া হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ