বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর বায়েজীদ থানাধীন আশেকানে আউলিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আশেকান আউলিয়া ডিগ্রী কলেজ ও আশেকান আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আল্লামা মুহাম্মদ খাইরুল বশর হক্কানী (৭৭) গতকাল মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত কারণে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। বর্ষীয়ান এ আলেমেদ্বীনের ইন্তেকালে সুন্নি অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। রাতে বায়েজিদ হাজীপাড়ায় তার প্রতিষ্ঠিত মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। খাইরুল বশর হক্কানীর ইন্তেকালে আনজুমান—এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়ার গভর্ণিং বডির চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ দিদারুল ইসলাম, জামেয়ার প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে তার ইন্তেকালে মাইজভাণ্ডার দরবারের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল—হাসানী এক শোকবার্তায় তার রূহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।