Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয় ছাড়ার বিষয়টি গুজব -নুসরাত ফারিয়া

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

এ প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয় ছেড়ে দিচ্ছেন বলে গুঞ্জণ রয়েছে। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকার কারণে এমন গুঞ্জণ ছড়িয়েছে। তবে নুসরাত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি অভিনয় ছাড়ছেন না। এটিকে তিনি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। নুসরাত বলেন, ‘কে বা কারা এমন গুজব রটায়, তা বুঝতে পারছি না। আমি নিয়মিত কাজ করছি, অভিনয় ছাড়ছি না। এখনো কাজ করছি, আগামীতেও আমার নতুন নতুন সিনেমার কাজ আছে। এসব গুজবের কোন ভিত্তি নেই। আমার যারা ভক্ত দর্শক আছেন তাদেরকে বলছি-আমি নূসরাত ফারিয়া নিয়মিত অভিনয় করছি, আগামীতেও করবো ইনশাআল্লাহ। এদিকে আজ তার জন্মদিন। তিনি জন্মদিনে সবার কাছে দোয়া চান। নুসরাত সম্প্রতি গিয়াস উদ্দিন সলিমের ‘গুণীন’ সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়াও কলকাতায় ‘বিবাহ অভিযান-টু’ নামের আরেকটি সিনেমায় কাজ শুরু করার কথা রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা ২০৪০’। এছাড়াও বাংলাদেশে ‘পাতাল ঘর’ এবং কলকাতায় ‘ভয় রাজা’ নামক আরো দু’টি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। গায়িকা হিসেবেও নুসরাতের পরিচিতি রয়েছে। তার গাওয়া পটাকা গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। নতুন আরো একটি গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অন্যদিকে, নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে নুসরাত এখন কাজ করছেন। বার্জার পেইন্টসের নতুন একটি বিজ্ঞাপনে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন।



 

Show all comments
  • Shahin Howlader ৮ সেপ্টেম্বর, ২০২১, ৩:২২ এএম says : 0
    নতুন আরো একটি গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? মানে আরো একবার নতুন করে বিনোদন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ