Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এখন অভিনয় করার মতো সুযোগ কমে গেছে-সুইটি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ছোট পর্দার সিনিয়র অভিনেত্রী তানভীন সুইটি বেছে বেছে অভিনয় করছেন। তার এই বেছে বেছে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, এখন অভিনয় করার মতো সুযোগ কমে গেছে। আগের মতো ভালো গল্প ও চিরত্র খুব কম পাওয়া যায়। যেনতেন গল্প ও চরিত্রে তো অভিনয় করা এখন সম্ভব নয়। সুইটি বলেন, আমি অভিনয় করেই শিল্পী হয়েছি। ভালো গল্প ও চরিত্রে নিজেকে তুলে ধরে এ পর্যন্ত এসেছি। এখন সেই সুযোগ খুব কম পাওয়া যায়। নিজের অভিনয় সত্ত্বা তুলে ধরার মতো গল্প ও চরিত্র পাওয়া যায় না। দেখা যায়, অনেক প্রস্তাবের মধ্য থেকে দুয়েকটিতে অভিনয় করার মতো সুযোগ থাকে। ফলে ইচ্ছা থাকা সত্তে¡ও বেশি কাজ করা হয় না। সুইটি অভিনীত ‘পিছুটান’ নামে একটি ধারাবাহিক নাটক এখন বিটিভিতে প্রচার হচ্ছে। খুব শিঘ্রই প্রচারে আসবে তার গুলশান অ্যাভিনিউ মেগা সিরিয়ালের সিক্যুয়াল। নাটকের বাইরে তিনি ৩টি সিনেমায় অভিনয় করেছেন। সর্বশেষ অভিনয় করেছেন সেলিম খান পরিচালিত ‘আগস্ট-১৯৭৫’ সিনেমায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ