Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্নুপ ডগের কাছ থেকে গাঁজা কিনেছিলেন ক্যামেরন ডিয়াজ

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

সবাই এখন জানে একসময়ের সফল হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ অভিনয় থেকে অবসর নিয়েছেন। একসময় তিনি ‘দ্য মাস্ক’, ‘চার্লি’স এঞ্জেলস’, ‘ব্যাড টিচার’, দেয়ার’জ সামথিং অ্যাবাউট মেরি’, ‘নাইট এন্ড ডে’ এবং আরও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে অবস্থান করেছেন। অগাস্টের শেষ দিকে তিনি পঞ্চাশে পা দিয়েছেন। এই সময় তিনি এক অনুষ্ঠানে র‌্যাপ গায়ক স্নুপ ডগকে নিয়ে তার কিছু স্মৃতি রোমন্থন করেছেন। অনেকেই জানে না স্নুপ ডগ (আসল নাম কর্ডোজার ক্যালভিন ব্রোডাস) এবং ডিয়াজ ক্যালিফোর্নিয়ার লঙ বিচ পলিটেকনিক হাই স্কুলে সহপাঠী ছিলেন। তিনি টক শো উপস্থাপক জর্জ লোপেজকে জানান হলিউডে খ্যাতি লাভের আগে তিনি মাদক ব্যবহার করেই প্রাথমিক খ্যাতি (!) পেয়েছিলেন। তিনি আরও জানান স্নুপ তার এই ‘প্রাথমিক খ্যাতি’তে বিশেষ ভূমিকা রেখেছিলেন। টিবিএস চ্যানেলে ‘লোপেজ টুনাইট’ টক শো’র ২০১১তম পর্বে ডিয়াজ বলেন, ‘আমরা সেই হাই স্কুলে সহপাঠী ছিলাম। সে আমার চেয়ে একবছরের বড়, তার কথা আমার মনে আছে। স্কুলে অনেক শিক্ষার্থী ছিল, সাড়ে তিন হাজারের মত, তাকে আমার মনে আছে, সে খুব শুকনা আর লম্বা ছিল, মাথায় অনেকগুলো পোনি টেইল করা থাকত।’ তিনি জানান, তিনি নিশ্চিত তার কাছ থেকে তিনি মাদক কিনেছিলেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত তার কাছ থেকে আমি গাঁজা কিনেছিলাম।’ তার মানে আপনি তখন নেশা করতেন? জর্জ লোপেজের প্রশ্নের জবাবে ডিয়াজ বলেন, অবশ্যই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ