রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকায় সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গত সোমবার সকাল ১১টার দিকে আনার আলী মন্ডল (৬৫) নামের ওই বৃদ্ধকে আটক করে নওগাঁ সদর থানা পুলিশ।
ভুক্তভোগী শিশুটির মা জানান, গত রোববার বিকেলে তার মেয়ে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। বিকেলে ৫টার দিকে তিনি গ্রামের মোড়ের দোকানে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনতে যান। এসময় প্রতিবেশি আনার ফুসলিয়ে তার মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে তিনি গত সোমবার সকালে নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সোমবার সকাল ১১টার দিকে আনার আলী মন্ডলকে আটক করে। শিশুটির মা আরো বলেন, বাড়িতে আসার পর মেয়েকে অনেকটা দুর্বল মনে হচ্ছিল। এছাড়া প্রস্রাব করতে গিয়ে প্রচন্ড ব্যথ্যা অনুভব করায় কান্নাকাটি করছিল। বিষয়টি অস্বাভাবিক মনে হলে মেয়েকে জিজ্ঞেস করলে সে আমাকে বলে, মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় আনার আলী। বাড়িতে ডেকে নিয়ে আনার আলী তার কাপড় খুলেছে। তাকে ব্যথা দিছে। এসব কথা বলছিল। তবে সে কিছুই গুছিয়ে বলতে পারছিল না।
নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির মা একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। শিশুটির স্বজনদের দাবি, আটক আনার আলী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছে। এজহার সম্পন্ন হলে আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।