রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভোমরা স্থলবন্দরে নির্বাচনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুটি সংগঠন। গতকাল মঙ্গলবার সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা কর্মবিরতি ও সড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ করেন।
ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১১৫৯)’র সহ-সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক মো. তরিকুল ইসলাম, শ্রমিক ইউনিয়ন (১১৫৫)’র সাধারণ সম্পাদক মাসুদ আলম প্রমুখ। বক্তারা বলেন, শ্রমিকদের একটি পক্ষ মোটা অর্থের বিনিময়ে এক জনপ্রতিনিধির সহায়তায় গোপনে অবৈধভাবে শ্রম অধিদফতর থেকে নতুন কমিটি করা হয়েছে। কিন্তু সাধারণ শ্রমিকরা এই কমিটি মানতে চাচ্ছেন না। শ্রমিকরা চাচ্ছেন সাধারণ সভার মাধ্যমে তফশিল ঘোষণা করে নিরপেক্ষ নির্বাচন।
বক্তারা আরো বলেন, আমরা নির্বাচন করে বর্তমান কমিটিতে আছি। এখন শুনছি গত বছর যারা নির্বাচনে ফেল করেছিল তারা গোপনে কমিটি তৈরি করেছে। জোর করে তারা ক্ষমতায় আসতে চাইছে। এটা শুনার পর সাধারণ শ্রমিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এজন্য তারা কাজ বন্ধ করে সাধারণ সভা ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ পালন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।