Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাদি-নাতির ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দাদি-নাতির অনৈতিক সম্পর্ক ধরা পড়ে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। গত সোমবার রাতে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। এ বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত শামছ উদ্দিনের স্ত্রী শিরীনা আক্তারের (৫৬) সঙ্গে প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে ফারুক মিয়ার (২১) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা সম্পর্কে দাদি-নাতি। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে শুরু হয় আলোচনা ও সমালোচনা। গত শুক্রবার রাতে দাদি-নাতির অনৈতিক সম্পর্ক স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে। পরে বিষয়টি মিমাংসার জন্য সালিশ বৈঠক করেও সুরাহা হয়নি। অবশেষে স্থানীয় মাতাব্বরা সিদ্ধান্ত নেই বিয়ের। সে মোতাবেক গত সোমবার রাতে ৫ লাখ টাকা দেনমোহর ধার্য্য করে বিয়ে সম্পন্ন হয়। কাবিনের বিষয়টি জানান স্থানীয় কাজী নূরুল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ