রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের পাইকপাড়ায় এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মিসেস নায়ার কবির। এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, পৌরসভার প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব মো. শামসুদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় ব্যক্তিবর্গ। পরে বিভিন্ন জলাশয়, ড্রেন ও অলিগলিতে পরিচ্ছন্নতা ও মশক নিধনে স্প্রে ও গ্যাস প্রয়োগ করা হয়। পৌরসভা থেকে জানানো হয়, কার্যক্রম বাস্তবায়নে পৌরসভার ২শ’ কর্মী এই অভিযানে অংশ নেয়। এর আওতায় পৌরসভার ১২টি ওয়ার্ডের বিভিন্ন অলিগলি, জলাশয়, ড্রেনসহ বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিস্কার করার পাশাপাশি মশার উপদ্রব রোধে গ্যাস ও স্প্রে প্রয়োগ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।