Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে গণটিকার দ্বিতীয় ডোজ কর্মসূচি চলছে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩০ এএম | আপডেট : ১২:০১ পিএম, ৭ সেপ্টেম্বর, ২০২১

সারা দেশের মতো চট্টগ্রামে গণ টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সিটি করপোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডে চলছে গণটিকা কর্মসূচি। গত ৭ আগস্ট যারা প্রথম ডোজ নিয়েছেন শুধু তাদেরই দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায়েও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। চসিকের প্রতিটি ওয়ার্ডে তিনটি করে কেন্দ্রে টিকাদান চলছে। প্রথম ডোজ দেওয়ার টিকাকার্ড, টোকেন নিয়ে সাতসকালেই ভিড় করেন অনেক টিকা গ্রহীতা। ব্যাপক প্রচারের কারণে এবার নতুন টিকা প্রত্যাশীদের ভিড় নেই। তবে টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড় প্রতিটি কেন্দ্রে। অনেকে ভোরে এসে লাইনে দাঁড়িয়ে আছেন। টিকা প্রদানের গতি ধীর বলে জানিয়েছেন অনেকে। যে সব নাগরিক ১ম ডোজ গ্রহণ করেছেন শুধুমাত্র সেই সকল নাগরিক একই কেন্দ্রে ২য় ডোজ গ্রহণ করছেন। ক্যাম্পেইনের অধীনে ৭-৮ সেপ্টেম্বর যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদের ৭ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রদান করা হবে। ৯-১০ সেপ্টেম্বর যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদের ৮ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রদান করা হবে।

১১-১২ সেপ্টেম্বর যাদের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণের তারিখ রয়েছে তাদের ৯ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রদান করা হবে।
প্রথম ডোজ গ্রহণের জন্য অযথা কেন্দ্রে ভিড় না করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণটিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ